করোনায় মানুষের পাশে ‘বন্ধুপাল’

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২১, ০৫:৪৮ এএম
করোনায় বিপর্যস্ত পুরো দেশ। প্রাণঘাতী এ ভাইরাস অনেকের বুকভরে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতাও কেড়ে নিয়েছে। ফলে কৃত্রিম অক্সিজেনই অনেকের বেঁচে থাকার সম্বল এখন। এমন পরিস্থিতিতে অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে একদল যুবক। ‘বন্ধুপাল’ নামে সংগঠনের ব্যানারে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে অক্সিজেন। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আড্ডার ছলে গড়ে উঠা সংগঠন ‘বন্ধুপাল’ করোনাকালে স্থাপন করেছে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। শুধু অক্সিজেনই নয়, করোনা রোগীদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে খাবারও। এছাড়া সংগঠনটি সম্প্রতি উপজেলার প্রতিটি রিকশাচালকের হাতে তুলে দিয়েছে মাস্ক। বর্ষার ঝুম বৃষ্টি থেকে বাঁচতে তাদের দিয়েছে রেইনকোটও। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘স্বার্থ নয়, আত্মার টানে’ স্লোগানকে সামনে রেখে ২০১০ সালে প্রতিষ্ঠিত ‘বন্ধুপাল’ এগিয়ে যাচ্ছে। একদল সহপাঠী যারা নানা কারণে আলাদা হয়ে গেলেও নানা মানবিক কর্মকাণ্ডে সুযোগ পেলেই একত্রিত হচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম এবং গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এরইমধ্যে ভেদরগঞ্জ উপজেলার গণ্ডি ছড়িয়ে জেলায় পরিচিত পেয়েছে। তারই অংশ হিসেবে করোনা মহামারীর শুরু থেকেই খাদ্য ও চিকিৎসা সামগ্রীর সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তারা। বন্ধুপালের অন্যতম সদস্য ও সরকারি এম এ রেজা বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আশিক তাদের সংগঠন নিয়ে বলেন, এসএসসি পাশের পরই আমরা সহপাঠীরা আলাদা হয়ে যাই। এরপর কোনো এক ঈদে সবাই একত্রিত হয়ে আড্ডায় আড্ডায় গড়ে তুলি ‘বন্ধুপাল’। মূলত বন্ধুদের সম্পর্ক অটুট রাখতে সংগঠনটি গড়লেও আমরা সুযোগ পেলেই নিজেদের নানা মানবিক কাজে জড়াই। আমাদের একটাই চাওয়া, করোনায় দেশের একটা মানুষও যেন অক্সিজেন আর খাবারের অভাবে না মারা যায়। আর সে চাওয়া থেকেই নিজের জেলায় এ উদ্যোগ নিয়েছি। সামর্থ্যবান প্রত্যেকে করোনায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেই আমরা করোনাকে হারাতে সক্ষম হবো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: