নোয়াখালীতে পুকুর সেচে মিলল রুপালি ইলিশ

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২১, ০৮:০০ পিএম
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি পুকুর সেচে পাওয়া গেছে ইলিশ মাছ। খবর শুনে মাছটি দেখতে পুকুর ঘাটে ভিড় জমান স্থানীয়রা। আজ রোববার (২৯ আগস্ট) ভোরে উপজেলার হরনী ইউনিয়নের বাসিন্দা মো. বেলালের পুকুরে মাছটি পাওয়া যায়। পরে ৩০০ গ্রাম ওজনের এই মাছটি বাজারে বিক্রি করা হয়। স্থানীয়রা জানান, ভোরে বেলালের পুকুরে ইলিশ মাছটি পাওয়া যায়। জোয়ারের পানি প্রবেশের সঙ্গে ইলিশটি পুকুরে আসতে পারে বলে ধারণ করা হচ্ছে। পুকুরের মালিক মো. বেলাল বলেন, ভোরে পুকুরে সেচ দিয়ে একটি ইলিশ পেয়েছি। ওই ইলিশের ওজন প্রায় ৩০০ গ্রামের মতো। প্রত্যক্ষদর্শী মো. আশরাফুল বলেন, সচরাচর ইলিশ মাছ জীবিত পাওয়া যায় না। তার ওপর পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে। নিজের চোখে জীবিত ইলিশ দেখতে ভোরে ওই বাড়িতে গিয়েছিলাম। গবেষকরা বলছেন, জোয়ারের পানির সঙ্গে পুকুরে নোনা পানির ইলিশও প্রবেশ করতে পারে। তবে গবেষকরা অনেক দিন ধরে গবেষণা করে আসছেন, পুকুরে ইলিশ চাষ করা যায় কি না। ইতিপূর্বে বাংলাদেশের আরও দু'এক জায়গায় পুকুরে ইলিশ পাওয়া যাচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: