করতোয়া নদীতে মিললো বোমা সাদৃশ্য মর্টার শেল

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২১, ১০:৫৫ পিএম
পঞ্চগড়ের করতোয়া নদীতে বালু তুলতে গিয়ে শ্রমিকদের হাতে উঠে এসেছে বোমা সাদৃশ্য মর্টার শেল। সোমবার (৩০ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা শহরের  সিএন্ডবি মোড় এলাকায় এই মর্টার শেল পাওয়া যায়। পরে পঞ্চগড় সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বালুর বেষ্টনি দিয়ে কর্ডন (ক্রাইম সিন) করে রাখে । তবে এটি সচল না পরিত্যাক্ত তা আমরা বলতে পারবো না। সেনাবাহিনীর বোম ডিসপজাল ইউনিট বলতে পারবে। ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে এটি ব্যবহার হয়ে থাকতে পারে। সরেজমিনে সিন্ডবি মোড় এলাকার একটি করাতকলের পিছনে গিয়ে দেখা যায় পুলিশ মর্টার সেলটিকে নিরাপদ নিরাপত্তা বেস্টনির কাজ করছে। একই সাথে উৎসুক জনতা মর্টার সেল দেখার জন্য ছুটে আসছে। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা, ওসি তদন্ত বেনজির আহমেদ এবং উপ পরিদর্শক দ্বীন মোহাম্মদ উপস্থিত হয়ে ঘটনাস্থলে কাজ করছেন। উৎসুক জনতাকে মর্টারসেলের কাছে না আসতে অনুরোধ করছেন। রহমত আলী (৩৩) ও আব্দুর রাজ্জাক (৩৫) নামে দুইজন মর্টারসেলের পাশ থেকে বালুর দিয়ে বেস্টনি তৈরি করছেন। বালু শ্রমিক গড়িনাবাড়ি ইউনিয়নের সাদর পাড়া গ্রামের  রহমত আলী জানান সকালে আব্দুর রাজ্জাক সহ করতোয়া নদীতে  বালু উত্তোলনের কাজ করছিলাম। এ সময় হঠাৎ করে আমার টুকরিতে একটি ভারী কালোবস্তু উঠে আসে । পরে সেই কালো ভারী বস্তুকে নদী থেকে তুলে নিয়ে কিনারে নিয়ে আসলে লোকজন বলতে থাকে এটি বোমা। তখন পুলিশে খবর দেওয়া হয়। ওসি আব্দুল লতিফ মিঞা জানান বেলা ১১ টার দিকে সিএন্ডবি মোড় এলাকার তৈৗহিদুল নামে এক ব্যাক্তি থানা পুলিশে খবর দেয় একটি বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে এসে সেটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এসেছি।তবে আসলে এটি কোন ধরনের বোম বা মর্টার শেল ডিসপোজাল ইউনিট সঠিক বলতে পারবে।  সৈয়দপুর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিটে খবর দেওয়া হয়েছে । যতক্ষন পর্যন্ত সেনানিবাসের ডিসপোজাল টিম এসে এটিকে ধ্বংশ না করবে ততক্ষন পর্যন্ত পুলিশ প্রহারায় রাখা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: