কিশোরগঞ্জে ট্রাক্টর চাপায় শিশু ছাত্র নিহত

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:২৬ এএম
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা দিতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে রাবিয়া আক্তার জুঁই (১২) নামে এক ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে করিমগঞ্জ-চামড়াবন্দর সড়কে উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাবিয়া আক্তার জুঁই নিয়ামতপুর বয়রা গ্রামের শাহ জুয়েল কিশোরের মেয়ে এবং নিয়ামতপুরের আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, জুঁই এসাইনমেন্ট জমা দিতে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রাক্টর তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাক্টর ও চালক মো. শরীফ (২৯) কে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: