নরসিংদীতে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৫ এএম
নরসিংদীতে ১৮ টি  সাজা গ্রেফতারী পরোয়ানাসহ ৩০ টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ। মঙ্গলবার বিকালে নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ইনামুল হক সাগর সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।  গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী শহরের  পূর্ব ব্রাক্ষন্দী গ্রামের  মাহমুদুল হাসান মাদানীর ছেলে মানসুর (৩২) ও মাসুদুর রহমান মাসুদ (৩৭)  । সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ইনামুল হক সাগর জানান, ৩১ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহেদ আহমেদের নেতৃত্বে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম ও পুলিশ পরিদর্শক তদন্ত হারুনুর রশিদের সহযোগিতায় এসআই ফয়জুল হাকিম ও  এসআই মাসুদুর রহমান ঢাকার পল্লবী থানা হতে রাত আড়াইটার দিকে আসামী মানছুর ও মাসুদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামীদ্বয় আপন দুই সহোদর। তারা দীর্ঘদিন যাবৎ  ভূমি ব্যবসা ও ইমারত নির্মাণের আড়ালে মানুষের সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতে লিপ্ত ছিল। মানসুরের  নামে দশটি সাজা পরোয়ানায় ৯ বছর ৬ মাস কারাদণ্ড ও এক কোটি তিন লক্ষ টাকা অর্থদণ্ড এবং মাসুদের নামে আটটি সাজা পরোয়ানা ০৬ বছর কারাদণ্ড এবং এক কোটি কোটি ১০ লক্ষ টাকা অর্থদণ্ড  রয়েছে। এছাড়া মানসুরের নামে নয়টি গ্রেপ্তারি পরোয়ানা এবং মাসুদের নামে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে । আসামীদের গ্রেপ্তারের ফলে নরসিংদী মডেল থানায় দীর্ঘদিনের মূলতবি ত্রিশটি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম মহোদয়ের নেতৃত্বে নরসিংদী জেলা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা,বিট পুলিশিং,অপরাধ নিয়ন্ত্রণ ও দমনসহ মানবিক পুলিশিং এর মাধ্যমে নরসিংদী বাসীকে কাঙ্খিত সেবা প্রদানে বদ্ধপরিকর।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: