মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৮ এএম
অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম থেকে: মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। বুধবার (১ সেপ্টেম্বর) দুপু‌রে কুড়িগ্রাম জেলা জজ আদাল‌তের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম জয়ন্ত কুমার চন্দ্র (৫৫)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলার কু‌টিচন্দ্রখানা গ্রা‌মের মৃত জো‌গেশ কুমার চ‌ন্দ্রের ছে‌লে। মামলা সূ‌ত্রে জানা যায়, ২০১৭ সা‌লের ১৩ অ‌ক্টোব‌র র‌্যা‌পিড এ‌্যাকশন ব‌্যাটা‌লিয়ন (র‌্যাব) -১৩ এর অ‌ভিযা‌নে ফুলবাড়ী উপ‌জেলার কু‌টিচন্দ্রখানা গ্রা‌মের কা‌ছে ১শ' ১৮ বোতল ফেন‌সি‌ডিলসহ ‌গ্রেফতার হন জয়ন্ত কুমার চন্দ্র। এ ঘটনায় র‌্যাব -১৩ এর তৎকালীন সি‌নিয়র ওয়া‌রেন্ট অ‌ফিসার মো. নুরুল ইসলাম বাদী হ‌য়ে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আই‌নে ফুলবাড়ী থানায় মামলা দা‌য়ের ক‌রেন। গ্রেফতার জয়ন্ত কুমার চন্দ্র পরবর্তী‌তে জা‌মি‌নে কারামুক্ত হ‌ন। দীর্ঘ চার বছর বিচারকার্য শে‌ষে বুধবার জেলা জজ আদাল‌তের সি‌নিয়র জেলা ও দায়রা জজ আসা‌মিকে দোষী সাব‌্যস্ত ক‌রে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে‌ দ‌ন্ডিত ক‌রেন। পাশাপা‌শি আসা‌মি‌কে দশ হাজার টাকা অর্থদন্ড অনাদা‌য়ে আরও ছয় মা‌সের ‌বিনাশ্রম কারাদ‌ন্ডের আ‌দেশ দেয় আদালত। আদালত সূত্র জানায়, রায় ঘোষণাকা‌লে আসা‌মি জয়ন্ত কুমার চন্দ্র কাঠগড়ায় উপ‌স্থিত ছি‌লেন। প‌রে আদালত সাজা প‌রোয়ানা মূ‌লে আসা‌মি‌কে কারাগা‌রে প্রের‌ণের নি‌র্দেশ দেয়। এ মামলায় আসা‌মি প‌ক্ষের আইনজীবী ছি‌লেন অ‌্যাড‌ভো‌কেট শামসুল হক সরকার এবং রাষ্ট্রপ‌ক্ষে ছি‌লেন পি‌পি আব্রাহাম লিংকন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: