ভৈরবে মালবাহী ট্রেন লাইনচ্যুত

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৯ পিএম
কিশোরগঞ্জের ভৈরব স্টেশনের অদূরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় চট্রগ্রাম থেকে ঢাকা আসার পথে ভৈরব রেলওয়ে স্টেশনের দুই কিলোমিটার পশ্চিমে রামনগর রেলওয়ে সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। মালবাহী ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশন পার হওয়ার ১০ মিনিট পরই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয় বলে রেলওয়ে প্রকৌশলীরা জানিয়েছেন। খবর পেয়ে রাত সাড়ে ১২ টায় আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। ভৈরব রেলওয়ের সহকারী প্রকৌশলী জিসান দত্ত জানান, চট্রগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেনটি রাত সোয়া ১০ টার দিকে রামনগর এলাকার কাছে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। আখাউড়া থেকে আসা রিলিফ ট্রেনের কর্মীরা উদ্ধার কাজ করছে। এক ঘন্টার মধ্য বগিটি উদ্ধার হতে পারে বলে তিনি জানান। তবে এ ঘটনায় ঢাকা-চট্রগ্রাম রেলওয়ে পথে কোন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। ডাবল লাইন থাকায় বিপরীতগামী লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলাচল করছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: