মাছ ধরেতে গিয়ে বাসায় ফেরা হলোনা মোহছেনার, ট্রাকের ধাক্কায় মৃত্যু

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:২০ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলার শিমুলতলি এলাকায় ট্রাকের ধাক্কায় মোহছেনা বেগম (৫০) নামে গৃহবধূ নিহত হয়েছে। তার বাড়ি চন্দনবাড়ি ইউনিয়নের শিমুলতলি এলাকার জোড়পাখুরি গ্রামে। সে ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই নিহতের ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে মোহছেনা বেগম তার ছেলে নুরুজ্জামানকে নিয়ে বাড়ির পাশের একটি ধানক্ষেতে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে নুরুজ্জামান সাইকেল নিয়ে বাসায় ফিরছিল। মোহছেনা বেগম ছেলের পিছনে হাটতে শুরু করে। পরে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় মোহছেনা বেগমের মাথায় আঘাত পায়। তার মাথার মগজ বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মোহছেনা। পরে নিহতের লাশ তার স্বজনরা বাসায় নিয়ে যায়। এই ঘটনায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বোদা থানার ওসি আবু সাইদ চৌধূরী। নিহতের পরিবারের অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: