যমুনা সার কারখানার দূষিত পানির কবলে এলাকাবাসী

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৮ পিএম
জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় ব্যবহৃত কেমিক্যালের দূষিত পানির কবলে পড়েছে এলাকাবাসী। কারখানা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, অদক্ষতা, উদাসীনতা, অবহেলায় চরম দুর্ভোগ নিয়ে সারকারখানা এলাকায় বসবাসরত গ্রামবাসী এবং যাতায়াতকারী মানুষ কেমিক্যালের দূষিত পানিতে পা মাড়িয়ে মৃত্যু ঝুকি নিয়ে চলাচল করছে। যমুনা সার কারখানার নির্গত এ্যামোনিয়া ও তরল বর্জ্যের দূষণের কবল থেকে রক্ষায় প্রতিরোধমুলক ব্যবস্থা গ্রহন এবং কারখানা কর্তৃপক্ষের নিকট ক্ষতিপুরনের দাবী জানিয়েছেন কারখানার আশেপাশের তারাকান্দি, চরপাড়া, কান্দারপাড়া, পলিশা, বৈশের চর, চরপাড়াসহ বেশ কয়েকটি গ্রামবাসী। স্থানীয় ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দিগপাইত-সরিষাবাড়ী- তারাকান্দি-ভুয়াপুর সড়কের উপর যমুনা সার কারখানার পূর্ব পার্শ্বে বাউন্ডারী ওয়াল সংলগ্ন ড্রেনের কেমিক্যালের দূষিত পানি রাস্তা গড়িয়ে পাশের ডোবায় পড়ছে। সম্প্রতি কয়েক কোটি টাকা ব্যায়ে পাথর ঢালাই রাস্তা নির্মিত হলেও এলাকায় বসবাসরত গ্রামবাসী যাতায়াতকারী মানুষ কেমিক্যালের দূষিত পানিতে পা মাড়িয়ে মৃত্যু ঝুকি নিয়ে চলাচল করছে। এতে করে মানুষের চোখ, ত্বকসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। সারকারখানা কর্তৃপক্ষের নিকট বারবার অনুরোধ করলেও তারা রাস্তার পার্শ্বের ড্রেন থেকে কেমিক্যালের দূষিত পানি নিষ্কাশনে প্রতিরোধমুলক ব্যবস্থা নেয়নি। এ ছাড়াও পোগলদিঘা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরপাড়া গ্রামের ছাদেক আলীর বাড়ীর উত্তর পশ্চিম কোনে নির্মিত কালভার্ট দিয়ে প্রায় ১২০ একর জমির পানি গত ২৫ বছর যাবৎ র্নিগত হয়ে আসলেও সম্প্রতি অজ্ঞাত কারনে তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পোগলদিঘা বালিকা বিদ্যালয়সহ পার্শ্ববর্তী এলাকায় যমুনা সারকারখানার দুষিত পানির জলাবদ্ধতায় মিশে শতাধিক পরিবারসহ গবাদী পশুর শরীরে বিষক্রিয়া দেখা দিচ্ছে। এ অবস্থায় থেকে পরিত্রান পেতে কালর্ভাটের মুখ খুলে দেওয়ার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহনের অনুরোধ করেছেন শুশীল সমাজের প্রতিনিধিরা। স্থানীয় জনসাধারন ও সচেতন মহল যমুনা সারকারখানা কর্তৃপক্ষের নিকট দ্রুত সময়ের মধ্যে বিষাক্ত গ্যাস ও পানি অপসারনসহ স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন, এলাকাবাসীর পুকুরের মাছ ও ফলদ বৃক্ষের এবং ফসলের ক্ষতিপূরণের দাবী জানান স্থানীয় বীরমুক্তিযোদ্ধা সাদেক আলী। এব্যাপারে যমুনা সারকারখানার ব্যাবস্থাপনা পরিচালক সুদীপ মজুদার এর নিকট কয়েক দফায় মোবাইলে ফোন করলে তার ফোনটি ব্যাস্ত পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: