ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া হলো না তাদের

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২১, ০১:০৪ এএম
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা বাজারের হোসেনপুর রেল ক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন- নোহার সংঘর্ষ ৩ জন নিহত হয়েছেন। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরার হোসেনপুর নামক স্থানে একটি মাইক্রোবাসে চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত হন তিনজন। পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনার শিকার ভুক্তভোগীরা এক আত্মীয়ের বিয়েতে অংশ নিতে যাচ্ছিলেন। কিন্তু বিধি তাদের সেই বিয়েতে অংশগ্রহণ করতে দেয়নি। বিয়ে বাড়ীতে পৌঁছার আগেই এক দুর্ঘটনায় সব উলটপালট হয়ে যায় মাইক্রোবাসে থাকা যাত্রীদের। নিহতদের মধ্যে বাবা ছেলেও রয়েছেন। তারা সিলেটের আম্বরখানা এলাকার লোহার পাড়ার বাসিন্দা। নিহতরা হলেন ফরিদ মিয়া (৪৮) ও তার ছেলে আফিফ (৮)। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ৩ জন মৃত্যুর কথা জানালেও বেলা আড়াইটায় সিলেট ওসমানী হাসপাতালে গিয়ে দুজনের লাশ পাওয়া যায়। এছাড়া আহত অবস্থায় ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে উপস্থিত ফরিদ মিয়ার বোনের মেয়ে তানজিনা বেগম বলেন, দুটি মাইক্রোবাসে করে তারা সকলে ভাটেরায় এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন। একটি মাইক্রোবাস আগে ছিলো। পেছনের নোহা মাইক্রোবাসকে ট্রেন ধাক্কা দেয়। এতে আমার মামা ও মামাত ভাই নিহত হন। এছাড়া মামি, মামাতো বোন, খালাসহ ৬ জন আহত হন। আড়াইটা পর্যন্ত হাসপাতালে দুটি মরদেহ আসার কথা জানিয়ে ওসমানী হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুবেল মিয়া। দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন তিনি। কুলাউড়া উপজেলা নিবার্হী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী ও থানার ওসি বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে, দুর্ঘটনার পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক সময়ের জন্য বন্ধ থাকলেও পরে তা ফের সচল হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: