ফুলবাড়ীতে হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ক্ষীরোদ আর নেই

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৫০ পিএম
অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান-ঐক্য পরিষদের সভাপতি বাবু ক্ষীরোদ চন্দ্র বর্মন আর নেই। আজ বুধবার (৮ সেপ্টম্বের) রাত ২ টার দিকে পৃথিবীর মায়া ত্যাগ করে পরোলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল (৭৮)। তিনি দীর্ঘদিন ধরে কিটনি, লিভারসহ বিভিন্ন রোগে ভুকছিলেন। তার বাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রামপ্রষাদ গ্রামে। তিনি ঐ গ্রামের স্বর্গীয় নীল মাধব বর্মনের ছেলে। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে, ১ ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। দুপুর আড়াইটার দিকে পারিবারিক শ্বশ্বানে শেষ কৃত সর্ম্পণ হয়েছে। এই গুণী ও আদর্শবান হিন্দু সংগঠনের জেষ্ঠ্য নেতার মৃত্যুতে উপজেলার হিন্দু সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে আসে। এছাড়াও ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ, সাংবাদিকমহল, সুশীল সমাজ, পরিচিতজনসহ পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্ত্তিক চন্দ্র সরকার ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান-ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র রায় জানান, তিনি একজন আদর্শবান জেষ্ঠ্য নেতা হিসাবে আমাদের মাঝে ছিলেন। বলতে গেলে উপজেলার হিন্দু সম্প্রদায়দের অভিভাবক। তিনি রাত-দিন ২৪ ঘন্টা মানুষের বিপদে-আপদে ছুটে বেড়াতেন। এমন একজন গুনী মানুষ আমাদের ছেড়ে চির-জীবনের জন্য হারিয়ে গেল। এটা মানতে পারছি না। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। তিনি যেন স্বর্গবাসী হন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: