নিজেকে রাকিবের ‘বউ’ স্বীকার করলেন মাহি!

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:১৪ পিএম
চিত্রনায়িকা মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছিল বেশকিছুদিন ধরেই তবে এবার সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, গাজীপুরের এক রাজনীতিক ও ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। ওই নেতার সঙ্গে মাহির গায়ে হলুদের পোশাকে একটি ছবিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া গেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিব নামের ওই যুবকের সঙ্গে মাহির বেশ কিছু আলাপচারিতার স্ক্রিনশটও ভাইরাল হয়েছে। মাহির ফেসবুক আইডিতে বিভিন্ন পোস্ট, ছবিতেই ওই যুবকের মন্তব্যর দেখা মিলে। তবে নতুন করে মাহির ছবিতে রাকিবের একটি মন্তব্যকে ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। গত জুন মাসে মাহি তার ফেসবুকে একটি শাড়ি পরা ছবি শেয়ার করেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ্‌।’ ছবিতে মাহির হাতে মেহেদী দেখা গেছে, নাকে ছিল নাকফুল। যা তার বিয়ের দিকেই ইঙ্গিত করে। তবে রাকিবের সঙ্গে মাহির সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয় ওই ছবির কমেন্ট বক্সে। সেখানে রাকিব কমেন্ট করেছিলেন, ‘কে তুমি?’ জবাবে মাহি লিখেছিলেন, ‘বউ’। এমন মন্তব্য বিনিময়ের পর ধোঁয়াশা অনেকটাই কেটে যায়। নেটিজেনদের মতে, মাহি নিজেকে রাকিবের স্ত্রী হিসেবেই স্বীকার করে নিয়েছেন। অবশ্য পরবর্তীতে এ বিষয়ে জানতে চাওয়া হলে মাহি জানান, রাকিব তার বন্ধু। এর বাইরে কোনো সম্পর্ক নেই। এরই মধ্যে মাহিয়া মাহি আলোচনার জন্ম দেন ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে, যে স্ট্যাটাসে মাহি লিখেছেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন তিনি। কী সেই সারপ্রাইজ, এখন তা নিয়ে চলছে আলোচনা। অনেকে বলছেন, বিয়ের ঘোষণা দেবেন এ নায়িকা। তবে এ বিষয়ে মাহির সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। খোলাসা করেননি কিছু্ই। মাহির বিয়ের বিষয়ে দ্বিধা-সংশয়ের ইতি টানার জন্য হয়তা আরও এক দিন অপেক্ষা করতে হবে সবাইকে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: