ফরিদপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:২০ এএম
ফরিদপুরের মধুখালীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আড়পাড়ার গড়িদাহ খালে শত বছরের ঐতিহ্য এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকটি দল অংশ নেয়। এই নৌকা বাইচকে কেন্দ্র করে গড়িদাহ খালের দু’পাড়ে কয়েক হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়। ভবিষ্যতেও এ ধরণের আয়োজনের দাবি জানিয়েছেন বিনোদনপ্রেমিরা। নৌকা বাইচ দেখতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ খালের পাড়ে ভিড় জমায়। এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবে মেতেছিল উপজেলার কয়েক হাজার মানুষ। ঐতিহ্যবাহী এ উৎসব উপভোগ করতে দূর-দূরান্ত থেকে এসেছেন বিনোদন প্রেমিরা। নৌকাবাইচ উপলক্ষে খালের পাড়ে বুধবার দিনব্যাপি মেলারও আয়োজন করা হয়। হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে আনতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা বলেন, 'নৌকা বাইচকে কেন্দ্র করে আড়পাড়া গ্রামে এখন উৎসবের আমেজ রয়েছে। অনেকেই দূর-দূরান্ত থেকে ঐতিহ্যবাহী এ উৎসব উপভোগ করতে এ গ্রামে এসেছেন। প্রতিযোগিতার দিনগুলোতে এখানে উৎসবমুখর পরিবেশ থাকে।' মধুখালী উপজেলা চেয়ারম্যান মো : শহিদুল ইসলাম বলেন, 'গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ এখন হারিয়ে যেতে বসেছে। আশা করি, এ প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে এ অঞ্চলে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে আসবে।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: