শ্রীমঙ্গলে রেলের জমি উদ্ধারে বাঁধা, এক্সেভেটরে আগুন দিলো দুর্বৃত্তরা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৯ পিএম
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় রেলের জমি উদ্ধার অভিযান পরিচালনাকালে একটি এক্সিভেটরে আগুন ধরিয়ে দেয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভানুগাছ সড়কে এ ঘটনাটি ঘটে। এতে আশে পাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। আগুন লাগিয়ে দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে এক্সেভেটরের আগুন নিভিয়ে ফেলে। এক্সিভেটরে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভানুগাছ সড়কের উত্তর পাশের রেলের ২৮৭ শতক জমির ওপর বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করার পরিকল্পনা ছিলো রেল বিভাগের। সেই প্রস্তুতির অংশ হিসেবে সেখানে একটি এক্সিভেটর আনা হয়। এক্সিভেটরটি রেলগেট পয়েন্টে আসা মাত্র কয়েকজন দুর্বৃত্ত এক্সিভেটরের কেবিনে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে এই যন্ত্রটির ড্রাইভার কেবিন ও নীচের অংশ সম্পূর্ণ ভষ্মিভূত হয়। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের সহকারী এস্টেট অফিসার বলেন, এক্সিভেটরে আগুন ধরিয়ে দুর্বৃত্তরা রেলের জায়গা উদ্ধারে বিঘ্ন সৃষ্টি করতে চাচ্ছে। রেলের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। তদন্ত করে ক্ষয়ক্ষতি জানা যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: