গৃহকর্মীকে ধর্ষণ করে উল্টো মিথ্যা অপবাদ স্ত্রীর, ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৪:০২ পিএম
সাভারের আশুলিয়ায় এক গৃহকর্মী নারীকে ধর্ষণ করে এবং স্ত্রীকে দিয়ে উল্টো অপবাদ দিয়ে হাত বেঁধে বেধড়কভাবে মারধর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ধর্ষণকারী বাড়িওয়ালা ও তার স্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাড়িওয়ালা দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক রয়েছে তার স্ত্রী লিপি বেগম। গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে দেলোয়ার হোসেনকে আশুলিয়ার বাইপাইল থেকে গ্রেফতার করেছে পুলিশ। এরআগে গত মঙ্গলবার দুপুরে আশুলিয়ার গাজীরচট এলাকায় দেলোয়ার হোসেনের বাড়িতে কাজ করতে যায় ভুক্তভোগী গৃহকর্মী। একা পেয়ে তাকে ধর্ষণ করে দেলোয়ার। ভুক্তভোগী ওই নারী বলেন, আমার স্বামী সোনিয়া মার্কেটসহ এর আশেপাশে রিকশা চালান। সংসারের অভাব মেটাতে তিনি দিন মজুরের কাজ করেন। মাঝে মধ্যে দিন মজুরের কাজ না পলে মানুষের বাড়িতে কাজ করেন। ঘটনার দিন দেলোয়ার ও তার স্ত্রী লিপি বেগম আমাকে কাজের জন্য বাড়িতে ডেকে নিয়ে যান। আমি তার বাসায় কাজ করছিলাম। এসময় দেলোয়ারের স্ত্রী বাহিরে চলে গেলে দেলোয়ার আমাকে জোর পুর্বক ধর্ষণ করেন। এর মাঝে লিপি ঘরের ভিতরে চলে আসেন। লিপি কোন কথা না শুনে আমায় চড়-থাপ্পড় মারতে থাকেন। তিনি আরও জানান, লিপিসহ দুই জন ওড়না দিয়ে বেঁধে বিকেল তিনটা পর্যন্ত আটকে রেখে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এতেও তারা শান্ত হননি। পরে স্পর্শকাতর স্থানে আয়রনের ছ্যাঁকা দিয়ে নখ তুলে ফেলার চেষ্টাও করেন এবং চুল কেটে ন্যাড়া করে দেন। এঘটনায় বাড়ির অপর ব্যক্তি তাকে উদ্ধার করে রিকশা ভাড়া করে বাড়িতে পাঠিয়ে দেন। পরে বুধবার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার বলেন, ওই নারীকে তো চিকিৎসার জন্য ৮ হাজার টাকা দিয়েছি। আরও লাগলে আরও দেবো। ধর্ষণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমার স্ত্রীর একটু রাগ বেশি তাছাড়া আমাকে সন্দেহ করে ওই মহিলারে অযথাই মারধর করছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় বাড়িওয়ালা দেলোয়ার ও তার স্ত্রী লিপি বেগমসহ ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। আশুলিয়া থানার এস আই ইউনুচ আলী জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পায়। তবে ভুক্তভোগীকে মারধর করে তাড়িয়ে দেয় তারা। বিভিণ্ন জায়গা খোঁজ করে নারীকে উদ্ধার করে ধামরাই উজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: