টসের আগে পাকিস্তান সফর বাতিল করল নিউজিল্যান্ড!

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:১৩ পিএম
দীর্ঘদিন পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ শুক্রবার ছিল তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। সব কিছু ঠিকঠাক, টসের পরই শুরু হবে ম্যাচ। তবে টসের আগ মুহূর্তে জানা গেল করোনায় আক্রান্ত হয়েছেন তিন কিউই ক্রিকেটার। কোন তিনজন করোনা আক্রান্ত হয়েছেন এ নিয়ে কিছু জানা যায়নি এখনও। নিউজিল্যান্ড দলের তিনজনের করোনা আক্রান্তের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন পাকিস্তানের একজন শীর্ষ সাংবাদিক। তিনি জানিয়েছেন, এ কারণেই টস অনুষ্ঠিত হতে পারেনি। এদিকে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যমে জানানো হচ্ছে, নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড সরকার পাকিস্তান সফর সফর বাতিলের নির্দেশ দেয় নিউজিল্যান্ড দলকে। নিউজিল্যান্ড সরকার এবং এনজেডসি নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে, সফরটি আর হবে না। এদিকে নিরাপত্তাজনিত কারণে দুই দলের ক্রিকেটারদের হোটেলেই রাখা হয়েছে। ওয়ানডে সিরিজটির শেষ দুই ওয়ানডেও অনুষ্ঠিত হবার কথা রাওয়ালপিন্ডিতে ১৯ ও ২১ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজের পর লাহোরে অনুষ্ঠিত হবার কথা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: