ফরিদপুর ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৪ পিএম
ফরিদপুরে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন এবং উপসর্গে একজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট ৫১৭ জনের মৃত্যু হলো। একই সময়ে ৩০৫ নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৭৭। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৩২১ জনে। ফরিদপুরের সিভিল সার্জন ডা: সিদ্দিকুর রহমান শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত দুইজনের একজন ফরিদপুর সদর এবং অন্যজন রাজবাড়ী সদরের বাসিন্দা। জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৪০ জনের মধ্যে ভাঙ্গায় নয়জন, বোয়ালমারীতে দুইজন, নগরকান্দায় দুইজন, মধুখালীতে দুইজন,সদরপুরে দুইজন, চরভদ্রাসনে একজন এবং ফরিদপুর সদরে ২২ জন রয়েছেন। বাকি দুইজন শনাক্ত হয়েছেন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৭০ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৪৬ জন। নতুন ভর্তি হয়েছেন ১২ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫১৭ জন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: