লোহাগাড়ায় ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৪ পিএম
আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে: চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি বাস ৩৫ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেছে। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাইল্যা কক্সবাজার সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী স্টার লাইন পরিবহনের একটি এসি বাস ৩৫ জন যাত্রী নিয়ে উল্লেখিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশ্ববর্তী খাদে উল্টে যায়। এ ঘটনায় হেলপার গুরুতর আহত হন। অন্য যাত্রীরা ঘটনাস্থল ত্যাগ করায় তাদের সম্পর্কে জানা যায়নি। ধারণা করা হচ্ছে তারা সামান্য আহত হয়েছেন। দোহাজারী হাইওয়ে থানার এএসআই খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গিয়ে গাড়ির মুল দরজায় আটকে পড়া হেলপারকে উদ্ধার করেন। এছাড়া বাকি যাত্রীরা ঘটনাস্থলে ত্যাগ করায় তাদের সম্পর্কে জানা যায়নি। তিনি আরও বলেন, বর্তমানে গাড়ি হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: