এতিম শিশুদের নিয়ে ত্রাণ প্রতিমন্ত্রী মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০২:০০ এএম
সাভারের স্থানীয় সাংসদ ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এনামের মা শিরিয়া খানমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকার মাদ্রাসা মসজিদে মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় এতে অংশ নেয় এতিম শিশু কিশোরগণ। এসময় ডাঃ এনামের আত্মীয় স্বজন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে তার মায়ের আত্মার শান্তি কামনা করে দোয়া করার আহবান করেন ত্রাণ প্রতিমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ভিন্নভাবে একটা দিন কাটলো অসহায় এতিম শিশু-কিশোরদের সঙ্গে‌। গত ১৬ সেপ্টেম্বর ছিলো আমার মায়ের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে একান্ত ঘরোয়া পরিবেশে এতিমদের সাথে ভিন্নভাবে দিনটি অতিবাহিত করার সুযোগ দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। প্রসঙ্গত প্রকাশ, গত বছর ১৬ সেপ্টেম্বর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: