দিনাজপুরে হেরোইনসহ আটক ২

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৬ এএম
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব) এর হাতে হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ী আটক হবার খবর পাওয়া গেছে। র‍্যাব-১৩ সূত্রে জানাগেছে র‍্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর একটি আভিযানিক দল শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ৫নং ইউনিয়নস্থ ১নং ওয়ার্ডের পূর্ব নারায়নপুর এলাকায় একটি জরুরী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় একটি সন্দেহজনক পিকআপ তল্লাশী করে অভিযানে পরিহিত সেন্ডেলের ভেতর থেকে ৩৩২ গ্রাম হেরোইন জব্দ করে ও দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে পিকআপটি জব্দ করে। আটককৃতরা হলো নীলফামারী জেলার বেতগাড়া চেয়ারম্যান পাড়ার মোঃলিমন ইসলাম(১৯) ও নীলফামারীর পশ্চিম বোড়াগাড়ির মোসাব্বির হোসেন(১৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানায়। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩'র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।তিনি আরও বলেন, র‍্যাব প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: