রাজধানীর ‘দিশারী পরিবহন’ কেড়ে নিল ২ নারীর প্রাণ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:০৬ এএম
টিটু আহম্মেদ, কেরানীগঞ্জ থেকে: ঢাকার কেরানীগঞ্জে দ্রুতগামী বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী দুই নারী নিহত ও চালকসহ তিন জন আহত হয়েছে। নিহতরা হলো- বাস্তা ইউনিয়ন এর আব্দুর রশিদ এর স্ত্রী হামিদা বেগম (৫৫) ও একই গ্রামের সোহেল মিয়ার মেয়ে সুমাইয়া (১৫)। মঙ্গলবার (২১শ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন রসুলপুর ব্রিজের উপরে ঘটনা ঘটে। এ ঘটনার বিবরণে জানা যায় রুহিতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিশারী পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৩-১৮৬২) গাড়িটি ব্রিজের উপর দ্রুতগতিতে এসে একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে অটোরিক্সা আরোহী চারজন ও ড্রাইভার গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে(মালঞ্চ হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে। কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় দিশারী পরিবহনের গাড়িটি জব্দ ও এর চালক মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে। নিহত দুজনের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের মালঞ্চ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: