মায়ের সামনে আগুনে পুড়ে ছাই হলো কলেজ পড়ুয়া ছেলে

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৮ এএম
কুমিল্লার বুড়িচং উপজেলায় বসতঘরে আগুনে পুড়ে আলাউদ্দিন (২১) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজার পশ্চিম খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আলাউদ্দিন কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। সে অটোরিকশা চালক মমিনের ছেলে।মমিনের ৫ ছেলে এক মেয়ে,নিহত আলাউদ্দিন ছেলেদের মধ্যে ২য় ছিলো। স্থানীয় মেম্বার ফয়েজ আহম্মেদ ও বাসিন্দা খলিলুর রহমান জানান, আলাউদ্দিন দিন রাত শুধু লেখাপড়া করতো এবং খুব মেধাবী ছাত্র ছিল। লেখাপড়া করতে করতে সে মানসিক সমস্যা হয়ে গেছিলো। তাই তাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল।মায়ের সাথে ছিলো ঘরের শিকলের তালার চাবি। আগুন লাগলে তার মা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। এ সময় তাকে উদ্ধার করতে গেলে স্থানীয় মামুন নামে এক যুবকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। সে এখন কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধিন আছেন। বুড়িচং ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগীতায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘরের একটি কক্ষ থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি আলমগীর হোসেন, তদন্ত পরিদর্শক মাকসুদ আলম ও সঙ্গীয় ফোর্স। এ ঘটনার সময় বাড়িতে মৃতের মা ছাড়া কেউ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয় পড়ে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে দুইটি ঘর ক্ষতিগ্রস্ত এবং ঘরের প্রায় ৫ লক্ষাধিক মালামল পুড়ে ছাই হয়ে যায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: