টাকা ছিনতাইকালে জনতার হাতে আটক ছাত্রলীগ নেতা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৭ এএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে ছাত্রলীগ নেতাসহ ২ জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ীর করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন- উপজেলার উজিরপুর ইউনিয়নের তালপট্টি গ্রামের দুলালের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসিব আলী (২৩) ও অটোরিকশাচালক শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লার রাসেল আলী (২০)। পুলিশ ও স্থানীয়রা জানান, তর্তিপুর পশু হাট থেকে গরু বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন বাহাদুর আলী। পথে উজিরপুর-সাত্তার মোড় এলাকায় পৌঁছালে ছয়জন ব্যক্তি দেশীয় অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার দিলে এলাকাবাসী ঘটনাস্থলে এসে হাসিব ও রাসেলকে আটক করেন। বাকি ৪ জন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন সাংবাদিকদের জানান, গরু বিক্রির ৫ লাখ ৩৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: