মরগানকে ২৮ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৩ পিএম
মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে চলতি আইপিএলের ১৪তম আসরে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই জয়ের পর বড় শাস্তি পেলেন কেকেআরের অধিনায়ক ইয়ন মরগান। স্লো-ওভার রেটেরে কারণে কলকাতাকে জরিমানা করা হয়েছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটাই জানায় আইপিএল কর্তৃপক্ষ।মুম্বাইয়ের বিরুদ্ধে কলকাতার একাদশের প্রত্যেককে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। শাস্তিস্বরূপ প্রত্যেকের ম্যাচ ফি’র ৬ লাখ টাকা করে কাটা যাবে। তবে বড় শাস্তিটা পেলেন মরগান। কেকেআর অধিনায়ককে দিতে হবে ২৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ টাকা)। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আবু দাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়াম মুম্বাইকে ৭ উইকেটে হারায় কলকাতা। এই জয়ের সুবাদে রাজস্থান ও মুম্বাইকে টপকে লিগ টেবিলের চার নম্বরে উঠে এসেছে কেকেআর। ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় পাঁচে রাজস্থান। মুম্বাই আছে ছয়ে। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দিল্লি। পরের দুই স্থানে যথাক্রমে চেন্নাই (১২) ও বেঙ্গালুরু (১০)।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: