সরকার চাইলে খালেদার সাজা স্থগিতের আদেশ বাতিল করতে পারে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২৯ এএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালত থেকে খালাস পাননি, এমনকি জামিনও পাননি। প্রধানমন্ত্রী মহানুভবতা দেখিয়ে তার সাজা স্থগিত করে তাকে কারাগারের বাইরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এই সাজা স্থগিতের আদেশ সরকার চাইলে আগামীকালও বাতিল করতে পারে। বাতিল করলে খালেদা জিয়াকে আবার কারাগারে ফেরত যেতে হবে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি ষড়যন্ত্র আর মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত। বিএনপি সবসময় পিছনের দরজা পছন্দ করে। এরপর তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করেন। ওই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পত্রিকায় দেখলাম এই সরকারের নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপি ২০১৪ সালে একবার নির্বাচন বর্জন করেছিল। কোনো লাভ হয়নি, নির্বাচন হয়েছে এবং বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রয়েছে। তিনি বলেন, ২০১৮ সালে নির্বাচনে যাবে-যাবে না এই করতে করতে শেষ পর্যন্ত তারা নির্বাচনে গিয়েছে, জল ঘোলা করে। এবারও এমন সিদ্ধান্ত হবে কিনা জানিনা। বিএনপির জন্য এই নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী হবে। তথ্যমন্ত্রী জানান, আগামী নির্বাচনের আগে খুলনাসহ দেশের সবগুলো বিভাগে বিটিভির পূর্ণাঙ্গ সম্প্রচার কেন্দ্র চালু হবে।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: