কারাবাসের পর প্রথম সংবাদ সম্মেলনে যা বললেন পরীমণি (ভিডিও)

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:১২ এএম
অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন চিত্রনায়িকা পরীমণি। কারাবাসের পর এই প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। তবে এটা তার ব্যক্তিগত কিংবা কারাবাস-জামিন বিষয়ে নয়, একেবারেই সিনেমাকেন্দ্রিক আয়োজন। আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘প্রীতিলতা’ সিনেমার টিম। এতে উপস্থিত ছিলেন পরীসহ সিনেমাটির সংশ্লিষ্টরা। কালো শাড়ি, খোঁপায় ফুল, হাতভর্তি কাঁচের চুরি আর কপালের ছোট্ট টিপে পরীমণির লুক উপস্থিত সকলের নজর কেড়েছে। তাকে বেশ প্রফুল্ল দেখাচ্ছিলো। সংবাদ সম্মেলনে বক্তব্যের শুরুতে পরীমণি বলেন, 'প্রীতিলতাকে নিয়ে কি আমার বলার কথা? আমার তো দেখানোর কথা। প্রীতিলতাকে কতটুকু ধারণ করতে পারলাম, কীভাবে পারলাম সেই জবাব আমি পর্দায় দিতে চাই। প্রীতিলতা যেমন তার মায়ের কাছে আশীর্বাদ চেয়েছে, আমিও সবার কাছে আশীর্বাদ চাই। যাতে প্রীতিলতাকে সঠিকভাবে আমার মধ্যে ধারণ করতে পারি।' তিনি আরও বলেন, 'প্রীতিলতা আমার কাছে এমন একটা অনুভূতি, যেটা আমি হুট করেই প্রকাশ করতে পারবো না। প্রীতিলতাকে ব্যাখ্যা করার জন্যই আমাদের এই জার্নিটা। আমরা একটা সিনেমা বানাচ্ছি, সেখানে আমি প্রীতিলতার চরিত্রে নিজেকে তুলে ধরছি। সবাইকে অনুরোধ করবো, আমাদের এই জার্নিটার সাথে থাকুন। অবশ্যই আমরা সুন্দর কিছু দেখাতে চাই।' নির্মাতা রাশিদ পলাশ বলেন, এটি আমার স্বপ্নের সিনেমা। দীর্ঘদিন ধরেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করে আসছিলাম। অবশেষে আমাদের জার্নি শুরু। এই সিনেমায় যুক্ত হওয়ার জন্য পরীমণির প্রতি আমাদের টিম কৃতজ্ঞ। অক্টোবরে শেষের দিকের সিনেমার বাকি অংশের শুটিং শুরু করবো। এ সময় আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী শম্পা রেজাসহ ‘প্রীতিলতা’ টিম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। এতে পরীমণি ছাড়াও আরো অভিনয় করছেন- তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ। প্রসঙ্গত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। আজ তার আত্মহুতি দিবস। তাকে নিয়ে নির্মিত হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমণি। রাশিদ পলাশের পরিচালনায় গত বছরের শেষের দিকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হলেও এখনো বেশ কিছু দৃশ্যধারণ বাকি রয়েছে। খুব শীঘ্রই শুটিংয়ে অংশ নিবেন পরীমণি। 'প্রীতিলতা' সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। এর পাণ্ডুলিপি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। কস্টিউম ডিজাইনার হিসেবে রয়েছেন বিবি রাসেল। ভিডিওটি এখানে দেখুন  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: