চিলাহাটি রেলস্টেশন সীমান্ত এলাকা পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০২:২৬ এএম
ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি ভারতীয় সীমান্ত এলাকা ও নীলফামারীর ডোমারের চিলাহাটি রেল ষ্টেশন পরিদর্শন করেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চিলাহাটি রেল ষ্টেশনে তিনি এসে পৌছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তিনি চিলাহাটি রেল ষ্টেশনের উন্নয়ন, পাসপোর্টের মাধ্যমে দুই দেশের মানুষের চলাচল, এ পর্যন্ত এই রেল পথ দিয়ে ভারত থেকে আমদানিকৃত মালামাল, ভারতীয় ট্রেন চিলাহাটি রেল ষ্টেশনে আসার পর কিভাবে ফিরে যায় এই বিষয়গুলি তিনি পার্যালোচনা করেন। তিনি সাংবাদিকদের বলেন, চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ দিয়ে শুধু বাংলাদেশ ভারতের মধ্যে ট্রেন চলাচল সীমাবদ্ধ থাকবেনা। এ পথ দিয়ে নেপাল, ভূটানেরও ট্রেন চলাচল করবে। এই সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে যে সমস্ত কাজ প্রক্রিয়াধীন রয়েছে তা দ্রুত সম্পন্ন করা হবে। এই রেলপথটির মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরো উন্নত হবে। এরপর তিনি চিলাহাটির ডাঙ্গাপাড়া সীমান্তের মেইল পিলার ৭৮২/৩-এর পাশ দিয়ে বাংলাদেশ-ভারতের রেল সংযোগ পথটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী কাষ্টম অফিসের রাজস্ব কর্মকর্তা তুষার কান্তী রায়, সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তাফিজার রহমান, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূরুল হক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: