খুদবা দেয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষ, আহত ২১

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০২:৩১ এএম
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শেখরা গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভায় পক্ষের ২১ জন আহত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুরুত্বর আহত বাবুল ফকির (৫৫) নামের একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানসহ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কালাম মল্লিক, জামাল শেখসহ স্থানীয় একাধিক এলাকাবাসি জানান, নির্বাচনের পূর্বে গ্রামের মসজিদে জুম্মার নামাজে খুদবা দেয়াকে কেন্দ্র করে দুই মেম্বর প্রার্থী আনিস ও সাবেক মেম্বর আব্দুল লতিফের সমর্থদের মধ্যে উত্তেজনা দেয়া দেয়। নির্বাচনের পর আনিসুর রহমান বিজয়ী হলে এদিন জুম্মার নামাজে মসজিদের মধ্যে আনিসের সমর্থক ফারুক মল্লিক ও সাবেক মেম্বর আব্দুল লতিফের সমর্থক বাবুল ফকির বাক-বিতান্ডায় জড়িয়ে পরে। এসময় বর্তমান মেম্বর আনিসুর রহমানের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে উভায় পক্ষের সংঘর্ষে জড়িয়ে পরে। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছে, শেখরা গ্রামের রুবেল মল্লিক, সোহেল শেখ, শওকত শেখ, রাসেল শেখ, রবিউল শেখ, সাইফুল শেখ, মাহতাব মল্লিক, সজিব মোল্লা, কামরুল ফকির, মল্লিক ইমামুল কবির, সোহেল মল্লিক, জাহাঙ্গীর মল্লিক, বাবুল ফকির, তৈয়ব আলী মল্লিক, আলম মল্লিক, মহিউদ্দিন শেখ। পরাজিত মেম্বার আব্দুল লতিফ জানান, পূর্ব পরিকল্পিত ভাবেই আনিচুর রহমানের লোকজন ধারালো অস্ত্র নিয়ে মসজিদে জুম্মার নামাজ পড়তে যাওয়া আমার সমর্থকদের উপর হামলা করেছে। তিনি আরও বলেন বাবুল ফকিরসহ তার পক্ষের ১৩ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। অপরদিকে নির্বাচিত মেম্বার অনিচুর রহমান হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, মসজিদের মধ্যেই বাবুল ফকির, কামরুল ইশারাত শেখসহ বেশ কজন আমার লোকজনের উপর ক্ষিপ্ত হয়ে মারমুখি আচারন করে। তখন উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুর ইসলাম বলেন, জুম্মার নামাজ শুরু হবার আগে থেকেই শেখরা জামে মসজিদের সামনে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে নামাজের পর উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের বেশকয়েকজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: