নেত্রকোণায় লাখ টাকার ভারতীয় গরু জব্দ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৭ এএম
নেত্রকোণার কলমাকান্দায় অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি জানান, জেলার কলমাকান্দার লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল আলম চৌধুরী এর নেতৃত্বে ৬ সদস্যের টহল দল টকলেট বাড়ী নামক স্থান হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ টি ভারতীয় গরু জব্দ করে। এর সিজার মূল্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা। জব্দকৃত গরু নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এতে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: