সরিষাবাড়ীতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০২:০৪ এএম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল গ্রামে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকারের সাথে সম্মুখ যুদ্ধে নিহত শহীদদের স্মরণে পুষ্পস্তবক, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (২৫ সেপ্টেম্বর) বারইপটল ফুলদহের পাড়া এলাকায় সরিষাবাড়ী নাগরিক কমিটি ‘২৫ ডিসেম্বর ১৯৭১ বারইপটল শহীদ নগর হত্যাকান্ড দিবস’ উপলক্ষে এ সভা আয়োজন করে। ট্রাক ও ট্যাংকলড়ি মালিক সমিতির সৌজন্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাউদ্দৌলা (সুজা), সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের গভনিংবডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বারইপটল গ্রামের হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠানে সরিষাবাড়ী, গোপালপুর, ভূঞাপুর, ধনবাড়ি এলাকার বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালিন কমান্ডাররা অংশ নেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: