কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৫

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০১:০৭ এএম
কুমিল্লায় একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৬ শতাংশ। কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,২৫ সেপ্টেম্বর বিকেল থেকে ২৬সেপ্টেম্বর বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে ২ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে চান্দিনায় ১ জন,দাউদকান্দির ১ জন, মুরাদনগর উপজেলার ১ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন,দাউদকান্দির, মুরাদনগরের একজন রয়েছে। মৃতদের মধ্যে দুইজন নারী ও পুরুষ একজন রয়েছে। জেলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ৮৯৭জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪৪জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩৫ হাজার ৭৩২ হয়েছে। সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: