ধানমন্ডিতে পুমা’র নতুন ফ্ল্যাগশিপ স্টোর

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৩ এএম
রাজধানীর ধানমন্ডি ২৭ এ যাত্রা শুরু করল পুমা’র নতুন ফ্ল্যাগশিপ স্টোর। বাংলাদেশে পুমার এক্সক্লুসিভ ফ্রেঞ্চাইজি পার্টনার ডিবিএল গ্রুপের হাত ধরে লঞ্চ করা হয়েছে নতুন স্টোরটি। রবিবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডি ২৭ এ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে গ্লোবাল এই ব্র্যান্ডটি। এর আগে ২০১৯ সালে রাজধানী ঢাকার বনানী ১১ নম্বর রোডে ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরু করে পুমা। এই নতুন স্টোরে স্পোর্টস, স্পোর্টস স্টাইল, রানিং, ট্রেনিং ও ফিটনেস লাইনআপের অধীনে থাকা পুমা’র সব পণ্যই পাওয়া যাবে। যার মধ্যে আছে- নানা রকম জুতা, টি-শার্ট, পোলো শার্ট, ব্যাক প্যাক, ট্রাভেল ব্যাগ, হাত ব্যাগ, জ্যাকেট, ক্যাপ, স্পোর্টস ব্যাগ, রানিং শু, ওয়াকিং শু ইত্যাদি। মানুষের বিপুল জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুমা'র নিজস্ব স্টোর লঞ্চের পরিকল্পনাও রয়েছে বলে ডিবিএল গ্রুপ পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ কাদেরসহ ডিবিএল গ্রুপের অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য, জার্মান প্রতিষ্ঠান পুমা’র পন্য ৭০ বছর ধরে বিশ্বের ১২০টিরও বেশি দেশে তাদের ব্যবসা রয়েছে । জার্মানি, চীন, হংকং, ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে পুমা’র যেসব পণ্যগুলো পাওয়া যায়, সেই একই পণ্যগুলো এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশের বনানী এবং ধানমণ্ডির স্টোরে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: