আশুলিয়ায় ডাইং মেশিনের ফুটন্ত পানিতে দগ্ধ ৩ শ্রমিক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৯ এএম
সাভারের আশুলিয়ায় ওয়ান থ্রেড অ্যান্ড এক্সেসরিজ বিডি লিমিটেড নামের একটি ডাইং মেশিনের ফুটন্ত পানিতে ৩ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে ইস্ট ওয়েস্ট মেডিকেল পাঠানো হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে জামগড়া এলাকার ওয়ান থ্রেড অ্যান্ড এক্সেসরিজ বিডি লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আশুলিয়ার রশিদ মার্কেট এলাকার মো. হেলাল (৩০), নেত্রকোনা জেলার বাসিন্দা শ্রী রঞ্জন (২৩) ও বগুড়া জেলার লিমন (২৪)। তারা সবাই ডাইং অপরারেটর। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই কারখানায় সুতা ডাইং মেশিনের মাধ্যমে বিভিন্ন কালারের রূপান্তর করা হয়। সাড়ে ৫টার দিকে সুতা রঙের কাজ চলছিল। এমন সময় বিদ্যুৎ চলে গেলে দগ্ধ শ্রমিকরা ডাইং মেশিনের মুখ খোলেন। এ সময় হঠাৎ ডাইং মেশিনের গরম পানি তাদের শরীরে পড়ে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে রাজধানীর উত্তরার ইস্ট ওয়েস্ট হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কত শতাংশ পুড়ে গেছে তা এখনও জানা যায়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: