‘অনুভূতি’র উদ্যোগে বুড়িচংয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৭ এএম
সমাজসেবামূলক সংগঠন ‘অনুভূতি’র উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা লাগিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলার যুবলীগের নেতা অনুভূতি’র আহ্বায়ক মোঃ আব্দুছ সোবহান খন্দকার সেলিমের পরিচালনায় রবিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলাধীন বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ, আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কালি নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয় ও বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা লাগানো হয়। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের আন্তরিক সহযোগিতা ছিল এই কর্মসূচী বাস্তবায়নে। টিম অনুভূতির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহা সম্পাদক কামরুল হাসান কে ও টীম অনুভূতির কার্যকরি সদস্য মোঃ সালাউদ্দিন টিপু ভাই কে। কর্মসূচী বাস্তবায়নে সক্রিয় উপস্থিতি ছিল টীম অনুভূতির কার্যকরি সদস্য এ এইচ এন আতিকুল ইসলাম,আনিসুর রহমান মাস্টার,মাইনুদ্দিন খান ছোটন,মোঃ আলাউদ্দিন,বিল্লাল হোসেন,মোঃ সোহেল মিয়া,মাসুম মজুমদার, মোঃ ভুলু মিয়া,মোস্তফা, রাকিব সহ অন্যরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: