রং-তুলির অপেক্ষায় প্রতিমা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৭ এএম
হাসান আল সাকিব, রংপুর থেকে: নীলাকাশ, সাদা মেঘের ভেলা আর কাশফুল জানান দেয় শরৎ বিরাজমান। জানান দেয় শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তার।যদিও এবার দেবী দূর্গা আসছেন হেমন্তে। সার্বজনীন দূর্গাপুজো প্রতিবারই মাটির সাজের প্রতিমার কারুকার্য এবং বিসর্জন দর্শনার্থীদের কাছে আকর্ষণ করে থাকে। হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপনে সারাদেশের ন্যায় রংপুরেও পুরোদমে চলছে প্রতিমা ও পূজা মন্ডপ তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বেশীর ভাগ মন্ডপে বাকি শুধু রং তুলির ছোয়া। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন পূজা মন্ডপ ও মন্দির ঘুরে দেখা যায়, দূর্গাপূজা উৎসবকে পরিপূর্ণরূপ দিতে মন্দির গুলাতে চলছে ব্যাপক সাজসজ্জার প্রস্তুতি। প্রতিটি পূজা মন্ডপের জন্য তৈরি হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, অসুর, সিংহ, হাস, পেঁচা, সর্পসহ বিভিন্ন প্রতিমা। ইতিমধ্যে অনেক মন্ডপে শুরু হয়েছে তুলি ও সাজসজ্জার কাজও। বৃষ্টির হাত থেকে প্রতিমা বাচাতে মাথার উপর ত্রিপলের ছাউনি তৈরি করা হয়েছে। রংপুর নগরীর চিলমন পূর্বপাড়া শারদীয় দূর্গা মন্দির কমিটির সদস্য গৌরাঙ্গ রায় বলেন, প্রস্তুতি নেওয়া শুরু হচ্ছে। স্থানীয় শিল্পী ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা এখানে এসে রং তুলির কাজ করছেন। নগরীর একটি মন্দিরে প্রতিমা তৈরীতে ব্যস্ত শিল্পী শ্যামল কুমার পাল। কথা হলে তিনি জানান, 'প্রতিবছর পূজার তিনমাস আগে থেকে প্রতিমা তৈরির কাজে ব্যস্ততা শুরু হয়। এই কয়েক মাস দিনরাত সমানে কাজ করতে হয়। আর মাত্র কয়েকদিন বাকি আছে দুর্গাপূজার। প্রতিমা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন শুধু রঙ দিয়ে সৌন্দর্য বর্ধিত করতে হবে'। সদর উপজেলা পূর্জা উদযাপন কমিটির সদস্য সচিব সঞ্জিত কুমার নাড়ু বলেন, করােনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পূজা মন্ডপের সংখ্যা কোথাও কমে গিয়েছে। সেই সঙ্গে গতবারের থেকে এবার বেড়েছে প্রতিমার মজুরি। দূর্গাপূজাকে ঘিরে তাদের সম্প্রদায়ের মধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ধীমান ভট্টাচার্য বলেন, এবার রংপুরে ৯৫৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে মহানগরীতে ১৫৪টি ও জেলার ৮ উপজেলায় ৮০২টি মণ্ডপ। কয়টি মণ্ডপ ঝুঁকিপূর্ণ জানতে চাইলে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কতটি তা সংখ্যায় বলা সম্ভব নয়। দেশের পরিস্থিতির ওপর নির্ভর করবে সবকিছু।তবু আমরা আট উপজেলায় ২০ থেকে ২২টির মত মন্ডপ ঝুঁকিপূর্ণ বলে গণ্য করছি। তিনি জানান, এরই মধ্যে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ হয়েছে।ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন। মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস বলেন,দুর্গাপূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এজন্য জেলা ও মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কাজ করা হচেছ। স্বাস্থ্যবিধি মেনে আমরা পাঁচ দিন ব্যাপী শারদীয় উৎসব পালন করবে। এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ জানিয়েছে, প্রতিমা তৈরি, পূজা উদযাপন এবং প্রতিমা বিসর্জনসহ দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ও সজাগ থেকে দায়িত্ব পালন করবেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: