অবশেষে কলকাতার একাদশে ফিরছেন সাকিব

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৯ পিএম
করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত হওয়ার আগে আইপিএলের চলতি আসরে সাত ম্যাচ খেলেছিলো কলকাতা নাইট রাইডার্স। সেই সাত ম্যাচের চারটিতে বাইরেই বসে থাকতে হয়েছিলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। অবশেষে অপেক্ষা শেষ হচ্ছে সাকিবের। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে আজ মঙ্গলবারই (২৮ সেপ্টেম্বর) কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে ফিরতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচেই চোটে পড়েন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আর তারপরই জানা গেল, রাসেলের চোটে দলে সুযোগ পেতে পারেন সাকিব। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজও জানিয়েছে, রাসেলের জায়গায় ফিরছেন সাকিব। তাদের করা সম্ভাব্য একাদশেও রাখা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। এখনো অবধি কলকাতা তিনটি ম্যাচ খেলে ফেললেও একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি সাকিব। এর আগে সাকিবের জায়গায় নিজের অবস্থান মোটামুটি পাকাপোক্ত করেছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন। গত ম্যাচে ম্যাচসেরাও হয়েছেন এই ক্যারিবিয়ান। যদিও কলকাতার আগের ম্যাচে খুব একটা সফল ছিলেন না নারিন। করোনার কারণে টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে এবারের আইপিএলে তিন ম্যাচ খেলে ব্যাট হাতে ৩৮ রান ও বল হাতে দুই উইকেট নিয়েছিলেন সাকিব।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: