আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৮ পিএম
“তথ্য আমার অধিকার-জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার-জানতে হবে সবার” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়। জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক ঘুরে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, সাংবাদিক বাবুল সরদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন। এদিকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় বাঁধন মানব উন্নয়ন সংস্থা তথ্য অধিকার আইন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য একটি প্রদর্শনীর আয়োজন করে। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানসহ অতিথিরা জেলা প্রশাসনের কার্যালয় গেটের প্রদর্শনীটি ঘুরে দেখেন। এই স্টল থেকে সাধারণ মানুষকে তথ্য অধিকার আইন বিষয়ে হাতে কলমে সেখানো হয়। বিভিন্ন মানুষের চাহিদা মোতাবেক তথ্য পাওয়ার জন্য “ক” ফরম পূরণও করে দিয়েছেন বাঁধনের স্বেচ্ছাসেবকরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: