এ বছরও হচ্ছে না জেএসসি-জেডিসি পরীক্ষা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৬ পিএম
করোনা মহামারির কারণে এ বছরও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, করোনার কারণে গত বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকালই (সোমবার) সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, আগামী ১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর শুরু হবে এইচএসসি পরীক্ষা। এই দুইটি পাবলিক পরীক্ষার চূড়ান্ত রুটিনও প্রকাশ করা হয়েছে। করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। গত ১২ সেপ্টেম্বর সীমিত আকারে খুলেছে শিক্ষা প্র্রতিষ্ঠান। গত প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সময়ে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: