নরসিংদীতে ২৪ ঘণ্টায় করোনায় নুতন শনাক্ত ১১

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০১:০১ এএম
নরসিংদীতে একদিনে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ১১ হাজার ২৬৭ জনে। সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ২০১ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬৮টি অ্যান্টিজেন পরীক্ষায় ৩ জন ও আরটিপিসিআর ল্যাবে ৩৩টি পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৫ দশমিক ৪৭ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, রায়পুরায় ১ জন, বেলাবতে ২ জন, মনোহরদীতে ১ জন, শিবপুরে ১ জন ও পলাশে ৩ জন। এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬০২২ জন, রায়পুরাতে ৬০৯ জন, বেলাবোতে ৭২৭ জন, মনোহরদীতে ৮৮৪ জন , শিবপুরে ১৩৯৬ জন ও পলাশে ১৬২৯ জন। নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৫৫ হাজার ৮২৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৪২ জন। এরমধ্যে সন্দেহজনক রোগীর সংখ্যা ৩৩ জন ও করোনা রোগী ৯ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৯ জন। এর মধ্যে সদরে ৪০ জন, রায়পুরা ০৮ জন, বেলাব ০৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুর ০৯ জন, পলাশ ১২ জন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: