প্রধানমন্ত্রীর জন্মদিনে পঞ্চগড় জেলা ছাত্রলীগের দিনব্যাপি নানা কর্মসূচি পালন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৯ এএম
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি দিয়ে উদ্যাপন করেছে পঞ্চগড় জেলা ছাত্রলীগ। এই উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপন, আনন্দ শোভাযাত্রা, গরীব অসহায়দের খাদ্য বিতরন, এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । মঙ্গলবার দিনব্যাপি জেলা থানা পৌর ওয়ার্ড ছাত্রলীগের তিন শতাধিক নেতাকর্মী এসব কর্মসূচিতে অংশ নেয়। ছাত্রলীগ জানায় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে জেলা আওয়ামীলীগ কার্য্যালয়ের সামনে থেকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি আনন্দ মিছিল বের করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি নোমান হাসান ও সাধারন সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর কলেজ প্রাঙ্গনে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। এসময় কলেজ ছাত্রলীগের কর্মীদের হাতে ৭৫ টি চারা রোপনের জন্য বিতরন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদক সদর উপজেলার জগদল ডিগ্রি কলেজ, ব্যারিস্টার কলেজে চারা রোপন করেন এবং প্রতিটি কলেজে ৭৫টি করে চারা বিতরন করা হয়। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দুপুরে জেলা সদরের আকবর আলী হাফেজিয়া মাদ্রাসায় এতিমদের মাঝে খাবার বিতরন করেছেন । এ সময় ওই হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের নিয়ে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজনে অংশ নেন নোমান হাসান ও সাদমান সাকিব পাটোয়ারি প্লাবন। পরে ৫০ জন এতিমের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি নোমান হাসান সাংবাদিকদের জানায় যেহেতু শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন এজন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৭৫ টি করে গাছের চারা রোপন করার ব্যবস্থা করেছি। দিনব্যাপি ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শেখ হাসিনার জন্মদিনে নানা কর্মসূচি পালন করেছি। প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন আমরা তার দেখানো পথেই আগামি দিনে গড়ে তুলতে চাই দারিদ্রমুক্ত ক্ষুধামুক্ত সোনার বাংলা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: