পঞ্চগড়ে দিনব্যাপি দক্ষতা উন্নয়ন বিষয়ক ভার্চুয়াল কর্মশালা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৮ এএম
পঞ্চগড়ে দিনব্যাপি দক্ষতা উন্নয়ন বিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বৃটিশ কাউন্সিলের মাধ্যমে প্লাটফর্ম ফর ডায়লগ প্রকল্পের আওতায় জেলা কৌশল ফোরাম (ডিপিএফ) এই কর্মশালার আয়োজন করেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন করেন । এ সময় ভার্চুয়ালি জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ছাত্র, সাংবাদিক সহ ৫০ জন অংশগ্রহনকারী ভার্চুয়ালি  কর্মশালায় অংশ নেয়। ডিপিএফ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় প্রেস ক্লাবের সভাপতি শফিকুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, পিফরডি’র রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর রেহেনা বেগমসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি বক্তব্য রাখেন। ভার্চুয়াল কর্মশালা সঞ্চালনা করেন স্থানীয় এনজিও পরস্পরের নির্বাহি পরিচালক ও জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকি। কর্মশালার প্রশিক্ষক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকারের উপপরিচালক আব্দুল মান্নান প্রশিক্ষন দেন। এ সময় জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে আব্দুল মান্নান এবং তথ্য অধিকার আইন ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে কনটেন্ট দেখানোর মাধ্যমে অংশগ্রহনকারীদের প্রশিক্ষন প্রদান করেন। এ সময় কর্মশালায় অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রশিক্ষকরা। ডিপিএফ পঞ্চগড়ের সাধারন সম্পাদক ও কর্মশালা সঞ্চালনাকারীও অংশগ্রহনকারীদের সাথে খোলামেলা আলোচনা করেন । একই সাথে পিফরডি প্রকল্পের ব্যাপ্তি, কার্যকারিতা, এবং দক্ষতা উন্নয়নের সার্বিক  আলোচনা করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: