বাবা হত্যাকারীদের শাস্তির দাবিতে ছেলের মানববন্ধন

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২১, ০৩:৪৬ এএম
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার হিঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল হকের হত্যাকারী আরিফ বিল্লাহর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে নিহত শিক্ষকের স্ত্রীও দু ছেলে গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে এই কর্মসূচীর আয়োজন করেন। কর্মসূচীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশ নেন। সাদুল্যাপুর থানার সামনে সাদুল্যাপুর-গাইবান্ধা রাস্তায় এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচীতে শিক্ষক শহিদুল হক হত্যার বর্ণনাদেন নিহতের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসফুরা আক্তার। এসময় তাঁর পাশে দাড়িয়ে ছিলেন দুই শিশু সন্তান রাইয়ান হোসেন ও রেদওয়ান হোসেন। নিহতের স্ত্রী ও ছেলের অশ্রুসিক্ত নয়নে সবাইকে কাঁদিয়ে বাবার হত্যাকারীর ফাঁসি দাবি করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাদুল্যাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রেজাউল করিম, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা, সহকারী শিক্ষক সমাজের সভাপতি ওয়ালিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক নাজমুল হক। এসময় আরো অনেক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। উল্লেখ যে, ১৬ সেপ্টেম্বর রাতে পারিবারিক কথাকাটাকাটির জেরে ছোট ভাই আরিফ বিল্লাহর বে-পরোয়া লাঠির আঘাতে সহকারী শিক্ষক শহিদুল হক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর সকালে মারা যায়। এনিয়ে তাঁর স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান এই হত্যার ঘটনায় ঘাতক আরিফ বিল্লাহকে আটক করা হয়েছে। পরে পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: