খাদিজা (রা.) ছিলেন ব্যবসায় সততার উজ্জ্বল নক্ষত্র: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২১, ১২:৪২ এএম
বাংলাদেশ দিন দিন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে আরো অনেক দূর এগিয়ে নিতে হলে প্রয়োজন নারী পুরুষের একত্রে কাজ। ইসলামের মহীয়সী নারী আমাদের মা খাদেজা (রা.) ব্যবসা করেছেন। তবে তাঁরা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ছিলেন সততার উজ্জ্বল নক্ষত্র। শালীনতা বজায় রেখে নারী পুরুষ একত্রে কাজের সুযোগ তৈরি হলে উন্নয়নের পথ আরো সুগম হবে। কারণ বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ নির্মাণে নিরলসভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। শনিবার (২ অক্টোবর) দুপুর ১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর সৈয়দিয়ে শামছিয়া ফাজিল মাদরাসায় সৈয়দ দুলাল আইসিটি ভবন উদ্বোধন শেষে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী আরো বলেন, জ্ঞান বিজ্ঞান আর প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা অর্জনের মাধ্যমে উন্নত জাতি গঠনে সরকার কাজ করছে। এজন্যে প্রয়োজন পরিশ্রম। পরিশ্রম ছাড়া অগ্রগতি কখন সম্ভব নয়। পরাধীনতা আমাদেরকে অনেক পিছিয়ে রেখেছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উন্নয়নের পথে হাঁটছে। মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে শিক্ষক নিজাম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, আইসিটি ভবনদাতা জেলা পরিষদের সদস্য গীতিকার সৈয়দ দুলাল, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সিলেট 'ল’ কলেজের প্রিন্সিপাল অ্যাডভোটেক সৈয়দ মহসিন আহমদ, অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: