ঝালকাঠিতে বিএনপি’র ২ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা ভাঙচুর

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২১, ০২:৪৯ পিএম
ঝালকাঠিতে জেলা বিএনপি'র ২ টি কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের ইউসুফ কমিশনার সড়ক ও আমতলা সড়কে অবস্থিত বিএনপির দু’টি কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপিন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় বিএনপির একাংশের নেতা আনিসুর রহমান তাপু গণমাধ্যমকর্মীদের জানান, ‘সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের আমতলা সড়কে অবস্থিত জেলা বিএনপি'র কার্যালয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।’ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহদাত হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, ‘সন্ধ্যা ৭টার একটু আগে মোটরসাইকেল বহর নিয়ে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী সরকার দলীয় স্লোগান দিয়ে আমাদের দলের জেলা কার্যালয়ে এসে চেয়ার, টেবিল, দরজা জানালা ভেঙে তছনছ করে দিয়েছে। তিনি আরও জানান, এরা আমাদের দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করে। বিষয়টি উদঘাটন করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’ এ বিষয়ে তাতক্ষনিক মন্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার গণমাধ্যমকর্মীদের জানান, ‘ঝালকাঠিতে বিএনপি'র দলীয় কার্যালয় কোথায় তা আমরা জানি না। আর এ ঘটনা সম্পর্কে আওয়ামী লীগ বা আমাদের কোনো সংগঠন জড়িত নয়।’ এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, ‘শহরের দুটি স্থানে বিএনপ’র দু'গ্রুপের কার্যালয়ে হামলার ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলগুলি পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তবে এখনো বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: