১৮ মাস পর খুলল ইবির কেন্দ্রীয় গ্রন্থাগার

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২১, ০৮:৫৩ পিএম
করোনায় দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৯টায় খুলে দেওয়া হলে দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণা পড়ে গ্রন্থাগারে। সরেজমিনে দেখা যায়, পূর্বে থেকে শিক্ষার্থীরা গ্রন্থাগার খোলার খবর জানতে না পারায় লাইব্রেরিতে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন একটা লক্ষ্য করা যায়নি। তবে আস্তে আস্তে শিক্ষার্থীদের আনাগোনা বাড়বে বলে আশাবাদী কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রধান এস এম আব্দুল লতিফ। এ বিষয়ে তিনি বলেন, গ্রন্থাগার খোলার ব্যপারে গতকাল রাতে সিদ্ধান্ত হয়। এরপর প্রশাসন থেকে না জানানোয় আমি এ সিদ্ধান্ত সম্পর্কে অবগত ছিলাম না। পরে সকালে অফিসে এসে চিঠি পাই৷ তারপর পরই লাইব্রেরি খুলে দেওয়া হয়েছে। গ্রন্থাগারের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যবহারের জন্য আগে থেকেই পরিষ্কার-পরিচ্ছন্ন করে গ্রন্থাগার প্রস্তুত করে রাখা হয়েছিল। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং প্রশাসনের দেয়া শর্ত সাপেক্ষেই শিক্ষার্থীরা গ্রন্থাগারে প্রবেশ করছে। এর আগে কেন্দ্রীয় গ্রন্থাগার খোলার বিষয়ে গতকাল সোমবার রাতে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে শিক্ষার্থীদের গ্রন্থাগারে প্রবেশের নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস। প্রজ্ঞাপনে বলা হয়, যে সব বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা চলমান কেবলমাত্র তারাই ৫ অক্টোবর থেকে অফিস চলাকালীন অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগারে সম্পূর্ণ স্বাস্থবিধি মেনে পড়াশুনার জন্য ব্যবহার করতে পারবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: