বড়লেখায় ফার্মেসীতে ইউএনও’র অভিযানে জরিমানা

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২১, ১২:৩২ এএম
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছেন উপজেলা নিবার্হী অফিসার। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী উপজেলার বিভিন্ন ফার্মেসীতে ঔষধ আইন ১৯৪০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ঔষধ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা, আনরেজিস্টার্ড ঔষধ রাখায় ও লাইসেন্স নবায়ন না থাকায় ৩টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগীতা করেন ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা, ঔষধ প্রশাসন অধিদপ্তর মৌলভীবাজার এবং বড়লেখা থানা পুলিশের একটি দল। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী অভিযানে জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: