শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচন: জিতল নৌকা

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২১, ০২:৪৯ এএম
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ভানু লাল রায়। ৮০ টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে ভানু লাল রায় পেয়েছে প্রায় ৬০ হাজার তার নিকটবর্তী আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী প্রেম সাগর হাজরা পেয়েছেন ৩৩ হাজার ৯৬টি ভোট, ঘোড়া প্রতীক নিয়ে আফজল হক পেয়েছেন প্রায় ১৩ হাজার ভোট। এর আগে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত শহর এলাকার অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তলুনামুলক কম ছিল। তবে চা বাগান এলাকায় ভোটারদের উপস্থিতি একটু বেশী দেখা যায়। উল্লেখ্য গত ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব মারা গেলে এই আসনটি শূণ্য হলে নির্বাচন কমিশন এ আসনে এ উপ-নির্বাচন দেয়। নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় (নৌকা), স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা (আনারস), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রব (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আফজল হক (ঘোড়া) প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন।প্রসঙ্গ প্রকাশ, উপজেলার এ উপ নির্বাচনে ২ লক্ষ ৩৩ হাজার ৯শ ১৬ জন ভোটার রয়েছেন। ১টি পৌরসভা ৯টি ইউনিয়নে মিলে মোট কেন্দ্র রয়েছে ৮০টি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: