রাতে বিধবার ঘরে প্রবেশকারী পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ০৩:২৬ পিএম
গভীর রাতে এক বিধবা নারীর (৪০) ঘরে প্রবেশ করে জনতার হাতে আটক পুলিশ কর্মকর্তা। ঐ পুলিশ কর্মকর্তা পটুয়াখালীর বাউফল থানার এএসআই রফিকুল ইসলাম (৪২)। জানা যায়, পটুয়াখালীর বাউফল থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি আল মামুন। বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘অভিযোগ প্রমাণিত হলে রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ নাম না প্রকাশের শর্তে বাউফলের যৌতা গ্রামের এক বাসিন্দা বলেন, ‘শুক্রবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে বাউফল থানার এএসআই রফিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের যৌতা গ্রামে এক বিধবা নারীর ঘরে প্রবেশ করেন। কিছু সময় পর ঘর থেকে বের হওয়ার সময় গ্রামবাসী তাকে আটক করে গণধোলাই দেন। পরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে ওই এএসআই ছাড়া পান। এরপর সাড়ে ১১টার দিকে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামকে উদ্ধার করে। শনিবার (৯ অক্টোবর) তাকে প্রত্যাহার করা হয়।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: