পুকুর ঘাট দখল করে চেয়ারম্যানের ভবন নির্মান

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ০৭:০৩ পিএম
স্বপ্নীল দাস, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী ইজারাভুক্ত বাজারের খাস পুকুর পাড় ও সরকারী টাকায় নির্মিত পুকুর ঘাট দখল করে আরসিসি পিলার যুক্ত ভবন নির্মান করছেন ইউপি চেয়ারম্যান। উপজেলার বালিয়াতলি ইউনিয়নের বড় বালিয়াতলি মৌজার সরকারী সম্পত্তিতে গত ক’দিন ধরে চলছে এ নির্মান কাজ। এতে স্থানীয়দের অজু, গোসলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও প্রভাবশালী ইউপি চেয়ারম্যানের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করছেন না। জানা যায়, উপজেলার বালিয়াতলি ইউনিয়নের বড় বালিয়াতলি মৌজার সরকারী ক্যালেন্ডার ভুক্ত বাজারের খাস পুকুর পাড় ও ঘাট দখল করে আরসিসি পিলার যুক্ত পাকা ভবন নির্মান করছেন বালিয়াতলি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হমায়ুন কবির। এতে বাজারের ভাসান দোকানদার সহ স্থানীয়দের অজু, গোসল সহ পুকুরের পানি ব্যবহারে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। গত ক’দিন ধরে এ সরকারী খাস সম্পত্তিতে এ অবৈধ স্থাপনা নির্মানের কাজ চললেও ভয়ে মুখ খুলছেনা কেউ। তবে এ বিষয়টি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে অবগত করার কথা জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় মজিবর তালুকদার জানান, বড় বালিয়াতলি (বাবলা তলা) বাজারের ব্যবসায়ী সহ স্থানীয়দের সুবিধার্থে বাজারের খাস সম্পত্তির উপর পুকুর নির্মান ও দুইটি পাকা ঘাট নির্মান করা হয় সরকারী বরাদ্দে। পুকুরের যে ঘাটটি দখল করে স্থাপনা নির্মান করা হচ্ছে তার বরাদ্দ ছিল দু’লাখ টাকা, সিপিসি ছিল মর্জিনা মেম্বার। ঘাটটি দখল হয়ে যাওয়ায় বাজারের ভাসান দোকানদার সহ স্থানীয়দের অজু গোসলে সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট বালিয়াতলি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন,’ ইউএনও স্যারের নির্দেশে আরসিসি পিলারযুক্ত পাকা ভবনের নির্মান কাজ বন্ধ করে দিয়ে এসেছি। স্থাপনা অপসারনের জন্য তিনি সময় নিয়েছেন।’ ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, ’সংশ্লিষ্ট তহশিলদারকে ঘর নির্মান কাজ বন্ধ করে দেয়া সহ অবৈধ স্থাপনা অপসারনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।’ বালিয়াতলি ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবির বলেন, ’ইউএনও স্যারের নির্দেশনায় কাজ বন্ধ করে দেয়া হয়েছে। পুকুর ঘাট থেকে অন্তত: ৬ ফুট ছেড়ে দিয়ে ঘরটি নির্মান করা হচ্ছিল। বাজারে এরকম অনেক ঘর উঠানো হয়েছে। কারো ডিসিআর কিংবা সরকারী সম্পত্তিতে ঘর উত্তোলনের জন্য ভূমি অফিসের কোন অনুমতি নেই।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: