খাগড়াছড়িতে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ১০:৪২ পিএম
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ২০০ জন দুঃস্থ, দরিদ্র ও বিধবা নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে পরিষদের সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন খাগড়াছড়ির সাংসদ ও টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, 'প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগে অন্যতম হলো ‘নারীর ক্ষমতায়ন’। নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগগুলো বিশ্বব্যাপী আজ প্রশংসনীয়।' তিনি আরও বলেন, 'নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।’ এসময় সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু নারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'নিজ দক্ষতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করতে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের এগিয়ে আসতে হবে। এজন্য পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূইয়া, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মোছা. শাহিনা আক্তার। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, মেমং মারমা, খোকনেশ্বর ত্রিপুরা, মাঈন উদ্দিন সহ অন্যান্য সদস্য, উপকারভোগী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: